আজ থেকে চল্লিশ বছর আগে পদার্থ বিদ্যা বিষয়ের সহ শিক্ষক হিসাবে গ্রাম বাংলার এক অজ পাড়াগাঁয়ের স্কুলে পা রেখেছিলাম। সেদিন যোগাযোগের জন্য স্কুলে টেলিফোনও ছিলনা, বিপদে আপদে বাড়ীর সাথে যোগাযোগ করার একমাত্র ভরসা পোষ্ট অফিসের এস টি ডি বুথের চাকা ঘোরানো টেলিফোন। প্রযুক্তির হাত ধরে আজ দিন পাল্টেছে,আমরাও নিজেদের পাল্টিয়েছি যুগের সাথে তাল রেখে। হলফ করে বলতে পারি, আজ সব স্কুলেই শিক্ষক থেকে শিক্ষাকর্মী সবাই মোবাইল ফোন তাঁদের তালু বন্দী করে ফেলেছেন। কিন্তু পরিতাপের বিষয় শ্রেণিকক্ষ থেকে শিক্ষাদান, আজও সার্বিক ভাবে যুগোপযোগী হয়ে উঠতে পারে নি, তবে আমি আশাবাদী, বর্তমান প্রজন্মের শিক্ষকদের সেই গুরুদায়িত্বে তাঁদের প্রজ্ঞা ও আন্তরিক প্রচেষ্টার মেলবন্ধন ঘটবে।
গত শতাব্দীর শেষ দিকে যখন দ্বিধার জড়তা কাটিয়ে নব প্রযুক্তির কম্পিউটার এল তখনই খুলে গেল সীমাহীন প্রাপ্তির ভান্ডার। এল নতুন প্রযুক্তি “অনলাইন“। পোষ্ট অফিসের সেই অতি পরিচিত পোষ্টকার্ড সরিয়ে এল ই-মেল, এমনই আরও কত কিছু যা আমরা আয়ত্ত করলাম, ব্যাঙ্কিং ব্যবস্থায় এল আজ আমাদের অতি পরিচিত এ.টি.এম।
বিগত শতকের ৯ এর দশকের শুরু থেকেই স্কুল আর কম্পিউটারকে জুড়ে দেওয়ার পাগলামী যখন আমার মাথায় চেপে বসেছে, সেই সময় আমার যেসব ছাত্র ও সহকর্মী আমাকে নিরন্তর উৎসাহ জুগিয়েছেন আমি তাঁদের কাছে চির-কৃতজ্ঞ। এই নব প্রযুক্তিকে শ্রেণিকক্ষে ব্যবহার করে এই প্রজন্মের ছাত্রের কাছে পৌছে দিয়ে পাঠ্যবস্তুকে তাঁদের কাছে আরও আকর্ষণীয় করা, পাশাপাশি স্কুল পরিচালনায় এ প্রযুক্তিকে কাজে লাগিয়ে যুগোপযোগী করার চেষ্টা করেছি।
স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন প্রদান ব্যবস্থাকে অনলাইন করার কাজে যুক্ত থাকার সুবাদে রাজ্য শিক্ষা দপ্তরের হয়ে গোটা বাংলা চষে বেড়িয়েছি, পুরুলিয়া থেকে কুচবিহার, প্রধান শিক্ষকদের এই ব্যবস্থার সাথে সড়গড় করার জন্য। একজন সামান্য প্রধান শিক্ষক হয়ে বোঝার চেষ্টা করেছি তাঁদের চাহিদা, তাঁরাও তো যুগের সাথে তাল মেলাতে চান। ছাপার অক্ষরে গুরুভার হেডমাষ্টার্স ম্যানুয়াল কে তালুবন্দী মুঠোফোনে ভরে দিলে কেমন হয় ? সেই উদ্দেশ্য নিয়েই আমার এই প্রচেষ্টা। বিদ্যালয় পরিচালনা, বেতন সংক্রান্ত সরকারী নির্দেশনামার সুবিন্যস্ত এই অনলাইন তথ্য ভান্ডারে আপনাদের স্বাগত জানাই। আপনাদের মূল্যবান মতামতে সমৃদ্ধ হোক এই তথ্য ভান্ডার এই আশা রাখি।
ধন্যবাদ সহ।
Govt. Memos related to Primary & Secondary Schools at fingertips
The online repository of relevant notifications maintained by Expert Core Group
The most relevant Frequently Asked Questions answered by Experts in these fields
The most user friendly with a smart look, built by advanced web design platform
Samadhan Sahayika honour your feedback, so post your query in feedback section